ব্রাহ্মনবাড়িয়ায় দু,দল যুবকের মধ্যে সংঘর্ষ, একজন গুলিবিদ্ধ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ , ১৪ নভেম্বর ২০১৭, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ পাড়ায় আজ সোমবার দু’দল যুবকের মধ্যে সংঘর্ষের সময় জীবন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। সে কলেজ পাড়া এলাকার বাসিন্দা মৃত আলী আকবর হোসেনের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে কলেজ পাড়ার দু’গ্রুপের মধ্যে কথাকাটির জের ধরে রাত প্রায় ৮ টায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের লোকজন কয়েক রাউন্ড গুলি বর্ষন করে। এতে জীবন (২৩) গুলিবিদ্ধ হলে তাকে সদর হাসপাতালে আনা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকে পুরো কলেজ পাড়া জুড়ে উত্তেজনা দেখা দিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেন জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।পরিস্হিতি শান্ত, ঘটনার সাথে সর্ম্পৃক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আপনার মন্তব্য লিখুন