মার্কিন আগ্রাসনের জবাবে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:০৯ পূর্বাহ্ণ , ২৩ অক্টোবর ২০১৭, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
ত্তর কোরিয়াউর রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যে কোনও ধরনের মার্কিন আগ্রাসনের জবাবে দেশটি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট কোরিয়া উপদ্বীপে পারমাণবিক বোমা বহনে সক্ষম সাবমেরিন পাঠানোর কথাও উল্লেখ করেছেন। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস’া রয়টার্স এ তথ্য জানিয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র রডং সিনমুনে পারমাণবিক হামলার হুমকি দিয়ে বলা হয়, ‘আমাদের বিপ্লবী শক্তিশালী সেনাবাহিনী শত্রুপক্ষের প্রতিটা পদক্ষেপ তীক্ষ্ণভাবে লক্ষ্য করছে। আমাদের পারমাণবিক অস্ত্রগুলো শুধু দক্ষিণ কোরিয়া ও প্রশান্ত মহাসাগরেই নয়, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে মার্কিন আগ্রাসী ঘাঁটিগুলোর দিকেও তাঁক করা আছে।’
এর আগে মার্কিন আগ্রাসন রুখে দাঁড়ানো ঘোষণা দিয়েছিল উত্তর কোরিয়া। যার জবাবে মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘আমরা রণতরী পাঠাচ্ছি। যা খুবই শক্তিশালী। আমাদের শক্তিশালী সাবমেরিনও রয়েছে। আর তা এয়ারক্রাফট কেরিয়ার থেকেও বেশি শক্তিশালী।’ খবর বাংলা ট্রিবিউন এর।
আপনার মন্তব্য লিখুন