ব্রাহ্মণবাড়িয়া শহরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ , ২৩ অক্টোবর ২০১৭, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ব্রাহ্মণবাড়িয়া শহরের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে ৩০বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে। সে শহরের কান্দিপাড়া এলাকার মৃত রোকন উদ্দিনের ছেলে আশরাফুদ্দিন ভূইয়া প্র:আশু (৩০)।
জেলা মাদক অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহম্মদ জিল্লুর রহমান জানান, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিওিতে আশুর বাড়িতে তল্লাশি চালিয়ে তার বসত ঘরের ওয়ারড্রপের নীচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করি। সে দীর্ঘদিন যাবৎত সুকৌশলে এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত বছরে তাকে ৬৪ বোতল ফেন্সিডিল সহ মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছিল।
আপনার মন্তব্য লিখুন