৪ঠা জুন, ২০২৩ ইং | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় খাদেমের আঘাতে মাজারের নারী ভক্তের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ , ২৩ অক্টোবর ২০১৭, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মাজারের খাদেমের লাথিসহ এলোপাথারি আঘাতে রাবেয়া খাতুন (৫০) নামে এক নারী ভক্তের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর বেলা উপজেলার খড়মপুর এলাকার শাহ সৈয়দ আহাম্মদ গেছু দারাজ প্রকাশ কল্লা শহীদের (রহ.) মাজারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রিংকু খাদেমকে আটক করেছে পুলিশ। তিনি খমড়পুর কল্লা শহীদ (রহ.) মাজারের খাদেম এবং একই এলাকার মৃত নুরুল ইসলাম খাদেমের ছেলে।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বিষয়টি নিশ্চিত করেন ও বলেন, রাবেয়া খাতুন কল্লা শহীদ (রহ.) মাজারের একজন নারী ভক্ত ছিলেন। তিনি কয়েক বছর ধরে মাজারে থাকতেন। দুপুরে রিংকু ওই নারীকে লাথি মারেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, কি কারণে রিংকু ওই নারীকে মেরেছেন সেটি এখনও স্পষ্ট করে জানা যায়নি। রিংকুকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন