৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

নতুন নিয়মে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:০১ পূর্বাহ্ণ , ২৩ অক্টোবর ২০১৭, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

প্রতি বছর ১০ বিষয়ের ফলাফলের ভিত্তিতে জিপিএ নির্ধারণ হয়ে থাকলেও এবার ১০ বিষয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি হবে ফলাফল। আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই পরীক্ষা।এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১ লাখ ৮৩ হাজার ৬০৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৮১ হাজার ৬৫২ জন।তিন বিষয়ের প্রাপ্ত নম্বর ফলাফল তৈরির বিবেচনায় না আসা প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বলেন, ‘শিক্ষার্থীর ওপর থেকে বিষয়ের চাপ কমাতে এবার তিনটি বিষয়ের পরীক্ষার ধারাবাহিক মূল্যায়ন স্কুল থেকে কেন্দ্রের মাধ্যমে বোর্ডে পাঠিয়ে দেয়া হবে। আর বাকি ১০ বিষয়ের পরীক্ষা বোর্ড প্রশ্নে আগের নিয়মেই অনুষ্ঠিত হবে। এই ১০ বিষয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফলাফল তৈরি হবে। তবে অতিরিক্ত তিন বিষয়েরর প্রাপ্ত নম্বর ট্রান্সক্রিপ্টে উল্লেখ থাকবে।’জানা যায়, এই তিনটি বিষয় হলো-শারীরিক শিক্ষা, চারু ও কারুকলা এবং জীবন ও কর্মমূখী শিক্ষা। ব্যবহারিক পরীক্ষার নম্বর যেভাবে পাঠায়, ওই তিন বিষয়ের নম্বরও সেভাবে কেন্দ্র থেকে বোর্ডে পাঠিয়ে দেয়া হবে। এর আগে স্কুলগুলো কেন্দ্রের কাছে এসব বিষয়ের নম্বরপত্র পাঠাবে।
এদিকে আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া পরীক্ষা প্রসঙ্গে জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বলেন, ‘এবার বোর্ডের ১ হাজার ২১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২১৮টি কেন্দ্রে পরীক্ষা দেবে। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য ১০টি ভিজিলেন্স টিম কাজ করবে।’পরীক্ষার্থীর তথ্য প্রসঙ্গে জানা যায়, এবারের পরীক্ষার্থীদের মধ্যে চট্টগ্রামে ১ লাখ ২৮ হাজার ৯৩১ জন, কক্সবাজারে ২৬ হাজার ৭৩০ জন, রাঙামাটিতে ১১ হাজার ১৬২ জন, খাগড়াছড়িতে ১১ হাজার ২৮৬ জন ও বান্দরবানে ৫ হাজার ৪৯৮ জন পরীক্ষার্থী রয়েছে। অনিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে এক বিষয়ে পরীক্ষা দেবে ৮ হাজার ৯৪৮ জন, দুই বিষয়ে ১ হাজার ৪৫৬ জন ও তিন বিষয়ে পরীক্ষা দেবে ২০৬ জন। এছাড়া সব বিষয়ে পরীক্ষা দেবে ১ লাখ ৭২ হাজার ৯৯৭ জন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন