৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

নাফ নদী ও সাগরে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির নেপথ্যে

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ , ৩০ সেপ্টেম্বর ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

।নাফ নদী ও সাগর পাড়ি দিতে গিয়ে একের পর এক রোহিঙ্গাবাহী নৌকা ডুবছে। প্রাণে বেঁচে যাওয়া রোহিঙ্গারা এ জন্য নৌকার মাঝি ও দালালদের দায়ী করছেন। তারা বলছেন, টাকার লোভে অতিরিক্ত যাত্রী বহন ও নৌকার মাঝিদের দায়িত্বহীনতার কারণে এসব ঘটনা ঘটছে। একইসঙ্গে, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরকেও দায়ী করছেন তারা। দালাল ও নৌকার মাঝিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তারা বলছেন, প্রশাসন ব্যবস্থা না নিলে আরও প্রাণহানির ঘটনা ঘটতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, রোহিঙ্গাদের সহায়তাকারী দালাল ও নৌকার মাঝিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।
রোহিঙ্গারা বলছেন, সমুদ্র ও নাফ নদী পেরিয়ে কয়েক ধাপ পার হয়ে আসতে হয় বাংলাদেশে। প্রথমে দালাল ঠিক করে নাফ নদীতে মাছ ধরার নৌকা জোগাড় করতে হয়। বাংলাদেশে আসতে তাদের জনপ্রতি গুনতে হয় ১০ থেকে ১৫ হাজার টাকা। পরিবারের সদস্য অনুযায়ী টাকা দালালদের হাতে দিলেই পারাপারের জন্য মেলে নৌকা। যারা টাকা দিতে পারছেন তারাই বাংলাদেশে পালিয়ে আসছেন। আর যারা টাকা দিতে পারছেন না, তাদের অনেকেই মিয়ানমারের সেনাবাহিনীর হামলার মুখে পড়তে হচ্ছে। আবার অনেকেই পাহাড়ে জঙ্গলে লুকিয়ে থেকে অনাহারে-অর্ধহারে বেঁচে আছেন।রোহিঙ্গা নারী ফাতেমা বেগম বলেন, ‘মিয়ানমারে সীমান্ত এলাকায় নাফ নদীর পাড়ে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসার জন্য অপেক্ষা করছে। এদের কেউ অর্থের অভাবে আবার কেউ নৌকা না থাকায় নাফ নদী পার হতে পারছে না।’ গত বুধবার রাতে ফাতেমা তার স্বামী আবুল কালামসহ দুই শিশুসন্তান ও তিন মেয়েকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে বাংলাদেশে আসেন। ওই নৌকার প্রতিটি পরিবারের কাছ থেকে বাংলাদেশি ১০/২০ হাজার টাকা নেওয়া হয়েছে।নৌকাডুবিতে বেঁচে যাওয়া যুবক জাফর আলম বলেন, ‘রাখাইন রাজ্যের বুচিডংয়ের মাইডং এলাকা থেকে বৃহস্পতিবার সকালে পায়ে হেঁটে মিয়ানমার সীমান্তের নাফ নদীর পাড়ে আসি। এসময় প্রায় ৭০-৮০ জন রোহিঙ্গা একটি নৌকায় ওঠে। বুধবার দুপুরে নৌকাটি টেকনাফের নাফ নদী অতিক্রম করে সেন্ট মার্টিন উপকূলের কাছাকাছি আসলে দমকা হাওয়া ও তীব্র বৃষ্টির কবলে পড়ে নৌকাটি। বিকাল পাঁচটার দিকে উখিয়ার পাঠুয়ারটেক উপকূলে এসে নৌকাটি উল্টে যায়।’ এ ঘটনায় জাফরের মা ও ছোট দুই ভাই মারা যায়। তিনি বলেন, ‘মূলত টাকার লোভে অতিরিক্ত যাত্রী উঠা।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন