ব্রাহ্মণবাড়িয়া সন্ত্রাসীদের হামলায় এ্যাম্বুলেন্সের মালিক গুরুতর আহত, এ্যাম্বুলেন্স মালিক ও শ্রমিকদের মধ্যে ক্ষোভ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ , ১৩ আগস্ট ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রীপাড়ায় গত শনিবার গভীর রাতে সন্ত্রাসীরা বাসায় প্রবেশ করে এ্যাম্বুলেন্সের মালিককে এলোপাতারী কুপিয়ে গুরুতর আহত করে। আহতের নাম আলমগীর হোসেন। আলমগীরকে বাচাতে এসে তার স্ত্রী রুনা আক্তারও লাঞ্চিত হয়। জানা যায়, দীর্ঘ দিন যাবত আলমগীর শহরের হাসপাতাল রোডে এ্যাম্বুলেন্স ব্যবসা করে আসছে। দীর্ঘ দিন যাবত এলাকার বখাটে পলাশ,বাবাুসহ কতিপয় সন্ত্রাসী তারা মিলে টাকা দাবি করে আসছিল। কালাইশ্রীপাড়ার ঠিকাদার রফিক মিয়ার বাড়ির চতুর্থ তলায় আলমগীর বসবাস করে আসছিল। গত শনিবার রাত প্রায় দেড়টার দিকে সন্ত্রাসী পলাশ ও বাবুর নেতৃত্বে ছয় থেকে সাত জন যুবক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আলমগীরের ভাড়া বাসায় হামলা করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা তার মাথায় এলোপাতারি আঘাত করে। অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে মেঝেতে পড়ে যায়। তার শরীর কুপিয়ে সন্ত্রাসীরা মৃত ভেবে ফেলে চলে যায়। পরবর্তীতে পার্শ্ববর্তী বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভতিং করে। তার অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ খবর ছড়িয়ে পড়লে এ্যাম্বুলেন্স মালিক ও শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন