২১শে মার্চ, ২০২৩ ইং | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

পাসের হারে শীর্ষে সিলেট, ধস কুমিল্লায়

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ , ২৩ জুলাই ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৮টি সাধারণ বোর্ডের মধ্যে পাসের হার সবচেয়ে বেশি সিলেট বোর্ডে। এ বোর্ডে ৭২ শতাংশ পাস করেছে।  অন্যদিকে, সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় পাসের হারে ধস নেমেছে কুমিল্লা বোর্ডে। এখানে পাস করেছে মাত্র ৪৯ দশমিক ৫২ শতাংশ।

এছাড়া, ঢাকা বোর্ডে ৬৯.৭৪, রাজশাহী বোর্ডে ৭১.৩০, যশোর বোর্ডে ৭০.২, চট্টগ্রাম বোর্ডে ৬১.৯, বরিশাল বোর্ডে ৭০.২৮ ও দিনাজপুর বোর্ডে ৬৫.৪৪ শতাংশ পাস করেছে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৭৭ দশমিক ০২ শতাংশ ও কারিগরি বোর্ডে ৮১ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৭২৬ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি ১৮ হাজার ৯৩০ জন জিপিএ ৫ পেয়েছে।

রবিবার (২৩ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেওয়ার পর দুপুরে সংবাদ সম্মেলন করে এর বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি জানান,পরীক্ষার খাতা মূল্যায়ন পদ্ধতি গত এসএসসি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছিল। তাতে পাসের হার কিছু কমেছিল। সেই পদ্ধতি এবার এইচএসসিতেও প্রয়োগ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2017
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আরও পড়ুন