আখাউড়ায় বিলের পাশে যুবকের হাত-পা বাঁধা মরদেহ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ , ২১ জুলাই ২০১৭, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর সোয়া একটার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের টানমান্টাইল সেতু সংলগ্ন একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় জানাতে না পারলেও তার বসয় আনুমানিক ৩৫ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।
ধরখার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে টানমান্দাইল সেতুর সংলগ্ন একটি বিলের পাশে অজ্ঞাত ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে ধরখার পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, নিহতের হাত-পা বাঁধা অবস্থায় ছিল, তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দুই-তিনদিন আগে তাকে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আপনার মন্তব্য লিখুন