আখাউড়ায় ফেনসিডলসহ নারী আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ , ১৯ জুলাই ২০১৭, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৮০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মনোয়ারা বেগম (৫০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মনোয়ারা জেলার বিজয়নগর উপজেলার মধ্যপাড়া এলাকার আবুল বাশারের স্ত্রী। তিনি মাদক কারবারের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।
আখাউড়ার ধরখার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউলক হক আটকের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধরখার ইউনিয়নের ভাটামাথা এলাকা থেকে অভিযান চালিয়ে মনোয়ারা বেগমকে ৮০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য লিখুন