প্রস্তাবিত বাজেটে.শুল্কারোপের ফলে-যেসব পণ্যের,দাম বাড়বে
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৫৪ পূর্বাহ্ণ , ৩ জুন ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
প্রস্তাবিত বাজেটে.শুল্কারোপের ফলে-যেসব পণ্যের,দাম বাড়বে এগুলো হচ্ছে গুঁড়া দুধ, মাখন, শুকনা আঙ্গুর, যেকোন ধরনের গোলমরিচ,দারুচিনি,লবঙ্গ, এলাচ, জিরা, চকলেট, শিশু খাদ্য, পটেটো চিপস, সস, আইসক্রিম, লবণ,জ্বালানি তৈল, পেইন্ট, ভার্নিশ, প্রসাধনী সামগ্রী, সেভিং কিটস, টয়লেট সামগ্রী, রুম সুগন্ধি,সাবান, ডিটারজেন্ট, মশার কয়েল, এ্যারোসল ও মশার মারার সামগ্রী, প্লাস্টিক পণ্য, প্লাস্টিকের দরজা, জানালা, ফ্রেম, মোটর গাড়ির টায়ার, বিভিন্ন ধরনের ব্যাগ, ওভেন ফ্রেবিক্স, কার্পেট ও অন্যান্য টেক্সটাইল ফ্লোর আচ্ছাদন। এছাড়া শিশুদের গার্মেন্টস পণ্য, বিদেশী জুতা, ইমিটেশন জুয়েলারি, স্টেইলনেস স্টিলের সিঙ্ক, ওয়াস বেসিনের যন্ত্রাংশ, ওয়াটার ট্যাপ, বাথরুমের ফিটিংস, স্টেইনলেস স্টিল বেলট, দুই ও চার স্ট্রোক বিশিষ্ট অটোরিক্সা/থ্রি হুইলার ইঞ্জিন, সিলিং ফ্যান ও এর যন্ত্রাংশ, রঙিন টেলিভিশন, সিম কার্ডের দাম বাড়বে। এছাড়া নতুন বাজেটে কমমূল্যের সিগারেট ও বিড়ির দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বাড়ছে ই-সিগারেট ও এর রিফিলের শুল্ক হারও। এছাড়া অভ্যন্তরীণ ফ্লাইট ও সার্কভুক্ত দেশ ব্যতীত এশিয়ার অন্যান্য দেশে প্লেন ভ্রমণে ব্যয় বাড়ছে। ফলে সার্কভুক্ত দেশব্যতিত এশিয়ার অন্যান্য দেশের ক্ষেত্রে বিদ্যমান ১ হাজার টাকার পরিবর্তে ২ হাজার টাকা ও ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রে বিদ্যামান ১ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৩ হাজার টাকা আবগারি শুল্ক আরোপ করা হয়েছে। এই শুল্ক টিকেটের সঙ্গে যুক্ত করে আদায় করা হবে।
আপনার মন্তব্য লিখুন