২১শে মার্চ, ২০২৩ ইং | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

‘ব্রাহ্মণবাড়িয়ায় হয় আমি থাকবো না হয় মাদক থাকবে’

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ , ১৩ মে ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

ব্রাহ্মণবাড়িয়ায় হয় আমি থাকবো না হয় মাদক থাকবে- যোগদানের পরপরই মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করে এ বক্তব্য দেন এসপি মিজানুর রহমান। ২০১৫ সালের ৭ জুন পুলিশ সুপার (এসপি) হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় যোগাদন করেন মো. মিজানুর রহমান।
 
ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাদকের ছড়াছড়িটা একটু বেশিই। পুলিশের কাছে থাকা এ জেলার মাদক ব্যবসায়ীদের তালিকাটাও দীর্ঘ। তবে বর্তমান পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের তৎপরতায় অনেকটাই দমে গেছেন জেলার শীর্ষ মাদক ব্যবসায়ীরা।
 
মাদকের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে প্রথমে এসপি মিজানুর রহমান বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে স্থানীয়দের সঙ্গে মাদকবিরোধী সভা করেন। এসব সভায় ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে মাদক প্রতিরোধের আহ্বান জানান এসপি মিজানুর রহমান। তিনি আরো বলেন, আমরা আইনের মধ্যে থেকে সাধারণ মানুষকে নিরাপত্তা দেয়ার চেষ্টা করছি।
 
পরবর্তীতে মাদক বিরোধী সভা থেকে পুলিশের উপস্থিতিতেই উত্তেজিত জনতা বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীর বাড়ি-ঘর ভেঙে গুড়িয়ে দেয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2017
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আরও পড়ুন