নবীনগরে ট্রাকের চাপায় নিহত -১ আহত-৫
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ , ৭ মে ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সদর বড় বাজরে ট্রাকের চাপায় ১জন নিহত ও ৫জন পথচারী আহত হয়েছে। পুলিশ ট্রাকটিকে জব্দ করে ট্রাক ড্রাইবার মাহাবুব মিয়াকে রবিবার(০৭/০৫) জেল হাজাতে প্রেরন করেছে। নিহতের যুবকের নাম সুমন(১৮) পিতা মো. কামাল মিয়া বাড়ি উপজেলার কাঠালিয়া গ্রামে। গুরুতর আহত হচ্ছেন জাহানারা বেগম (৪০) ও মোসলেম মিয়া (৩২) রাতেই ঢাকায় প্রেরণ করা হয়েছে। নিহতের বাবা কামাল মিয়া বাদী হয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শনিবার সন্ধ্যায় বাজারের ব্যাবসায়ীদের মালামাল বহনকারী একটি ট্রাক নবীনগর বড় বাজরে আসে। মালামাল নামানো শেষ হলে ট্রাকের হেলপার ট্রাকটিকে নিয়ে বাজার থেকে বের হওয়ার সময় হঠাৎ ব্রেক ফেল করে দোকানে তুলে দেয়। ট্রাকের চাপায় ওই যুবক নিহত ও পথচারীরা আহত হয় ।
আপনার মন্তব্য লিখুন