২রা জুন, ২০২৩ ইং | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

র‍্যাবের বিশেষ অভিযানে মাদক, প্রাইভেটকার সহ ২ মাদক কারবারি আটক

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ , ২ মে ২০১৭, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

র‍্যাব -১৪ ভৈরব ক্যাম্পের সদস্যদের মাদক বিরোধী বিশেষ অভিযানে ভৈরবের কমলগঞ্জ থেকে ৪০০ বোতল ফেন্সিডিল,  ৫২ কেজি গাঁজা পাচারের কাছে ব্যবহ্নত প্রাইভেটকার সহ ২জন মাদক কারবারিকে আটক করেছেন। গতকাল সোমবার দিবাগত রাত অানুমানিক বারটা পরে ঢাকা-সিলেট মহাসড়কে থেকে তাদের আটক করেন। আটকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার নুরপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে মোখলেছুর রহমান (২২) হবিগঞ্জের জেলার চুনারুঘাট উপজেলার রাজার বাজার এলাকার আলতা মিয়ার ছেলে মো:হেলাল মিয়া  (৩০)। র‍্যাব -১৪ ভৈরব ক্যাম্পের সহকারি পরিচালক চন্দন দেবনাথ জানান, আমরা গতকাল সোমবার রাত ১০টার দিকে জানতে পাড়ি  আখাউড়া সীমান্তবর্তী এলাকা থেকে কয়েকজন মাদক কারবারি ১টি প্রাইভেটকার করে বিভিন্ন ধরণের মাদক নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক  ভৈরবের উপর দিয়ে পাচার করে নিয়ে যাবে। তখন আমি ক্যাম্পের অন্যান্য সদস্যদেরকে নিয়ে ভৈরবের কমলগঞ্জ কাছে মহাসড়কে অবস্হান করে চেকপোষ্ট বসায়। কিন্তু কিছু সময় অপেক্ষার পর দূর থেকে একটি প্রাইভেটকার আসতে দেখি। তখন চেকপোষ্টের চৌকির কাছাকাছি আসলে মাদক কারবারিরা আমাদের পোষাক দেখে গাড়ি দাড়ঁ করে পালানোর চেষ্টা করে, তখন তাদের দাওয়া করে ধরে ফেলি। তাদের স্বীকারোক্তি অনুযারী প্রাইভেটকারের ভিতরে বিভিন্ন স্হানে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা  ৪০০বোতল ফেন্সিডিল, ৫২ কেজি গাঁজা উদ্ধার করি এবং তাদের মাদক পাচারের কাজে ব্যবহৃত গাড়িটি ও জব্দ করি। আটকৃতরা হলেন, মোখলেছুর রহমান (২২) ও হেলাল মিয়া (৩০)। উদ্ধার কৃত মাদকের বাজার মূল্য প্রায়( ২৯২,০০০০) টাকার মত। পরবর্তীতে জব্দকৃত মাদক, গাড়ি সহ দুই মাদক কারবারিকে আমাদের ভৈরব ক্যাম্পে নিয়ে আসি। আজ মঙ্গলবার কিশোরগঞ্জের জেলার  ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করার  প্রক্রিয়া চলিতেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2017
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আরও পড়ুন