২৩শে মার্চ, ২০২৩ ইং | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

নাসিরনগরে পৃথক সংঘর্ষে নিহত-১,আহত-৫০

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ , ২ মে ২০১৭, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পৃথক সংঘর্ষে একজন নিহত ও অর্ধশত জন আহত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতুলা গ্রামে ও গোর্কণ ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়,বিকালে সোনাতলা গ্রামে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে জামারবালির রজব আলী ও সোনাতুলা গ্রামের খোরশিদ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষে দুলাল মিয়া(৩০) নামে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই দুলাল মিয়া মারা যায়। ঘটনার সংবাদ পেয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির(সরাইল সার্কেল),ওসি (তদন্ত)শওকত হোসেন ও চাতলপাড় ফাঁিড় ইনচার্জ রাজু আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
এদিকে একেই দিন সকালে জমির আইল কাটার জের ধরে নুরপুর গ্রামে আইয়ুব আলী ও মিনু মিয়ার লোকজন লাঠিসোঁটা,বল¬ম,ইটপাটকেলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে নাসিরনগর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। প্রায় ঘন্টাব্যাপি চলা সংঘর্ষ উভয়পক্ষের প্রায় নারীসহ ৪০ জন আহত হয়। আহত ৩৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। গুরুত্ব আহত সাজু মিয়া (৩৫),আরজু মিয়া(৩৪) ও আইজুল মিয়া(৪০)কে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় আশিক মিয়া(১৭),সোহাগ মিয়া(২১) ও মোস্তাক মিয়া(২৪)কে গ্রেফতার করেছে পুলিশ।এরির্পোট লেখা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় মামলা হয়নি। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। সংঘর্ষে নিহত হওয়ার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2017
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আরও পড়ুন