জাতীয় শ্রমিকলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আহবায়ক কমিটি গঠন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ , ২৯ এপ্রিল ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
জাতীয় শ্রমিকলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত গত ২৫/০৪/২০১৭ইং তারিখে প্রেরিত এক বিজ্ঞপ্তি মারফত মেয়াদ উত্তীর্ণ জাতীয় শ্রমিকলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে (সি.এন) এডঃ কাউছার আহম্মেদ আহবায়ক ও হাজী মোঃ জসীম উদ্দিন খান কে সদস্য সচিব ঘোষণা করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয় এবং নবগঠিত আহবায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করা হয়। নবগঠিত আহবায়ক কমিটির পক্ষ থেকে তৃনমূল পর্যায়ে জাতীয় শ্রমিকলীগকে গঠনতন্ত্র মোতাবেক, জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক দ্বারা জাতীয় শ্রমিকলীগকে শক্তিশালী সংগঠন হিসেবে দাড় করানোর মাধ্যমে, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, প্রতিটি উপজেলায় সাবেক কমিটিগুলো বাতিল ঘোষণা করে, আগামী ১ মাসের মধ্যে কমিটি দেওয়ার সিধান্ত গ্রহন করা হয়। এই ব্যাপারে জাতীয় শ্রমিকলীগের জেলা ও উপজেলা শাখার সকল পর্যায়ের নেতা কর্মী ও শুভাকাঙ্খাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য নবগঠিত আহবায়ক কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
আপনার মন্তব্য লিখুন