ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মৃত্যু বার্ষিকী পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ , ১৯ এপ্রিল ২০১৭, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া দরুইন গ্রামে জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তাফা কামালের ৪৬ তম মৃত্যুবার্ষিকীতে পালিত হয়েছে। তার সমাধিতে পুস্প স্তবক অর্পন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন সুলতানা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্প স্তবক অর্পন করেন। পরে ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার বিকাশ রায়, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী মো: শাহ আলম ভূইয়া, মুক্তিযোদ্ধা মো: তাজুল ইসলাম ও আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী হান্নান খাদেম প্রমুখ। উল্লেখ্য, সিপাহী মোস্তফা কামাল ১৯৭১ সালের ১৮ এপ্রিল আখাউড়া দরুইন এলাকায় পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন। তিনি ভোলা জেলার দৌলতখান উপজেলার পশ্চিম হাজীপুর গ্রামে ১৯৪৭ সালে ১৬ ডিসেম্বর জন্ম গ্রহণ করেন।
আপনার মন্তব্য লিখুন