৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া ইলিশের বাজারে নববর্ষের আগুন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ , ১৩ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

বাংলার সংস্কৃতির  ঐত্যিহ হল  পহেলা বৈশাখ আর নববর্ষের এই ঐতিহ্য কে আরো গুরুত্ব বাড়িয়ে  ইলিশের তুলনা নেই মনে করছে অনেকে। দিনের শুরুতে ইলিশবাজা আর পান্তা ভাত  এটিকে  লালন পালন করা হচ্ছে যুগ যুগ ধরে। কিন্তু যে ইলিশ বাজা দিয়ে পহেলা বৈশাখকে দিনকে বিশেষ ভাবে বরণ করা হয়, সে ইলিশের বাজারে কয়েকদিন আগ থেকে লেগে থাকে  জলন্ত আগুন। যেখানে স্বাভাবিক বাজারে ৮০০গ্রাম থেকে  ১ কেজি ওজনের ইলিশ ৫শত টাকা থেকে সর্ব্বোচ্চ ৮০০টাকা ধরে প্রতি কেজি বিক্রী হতো সেখানে বাংলা নবর্বশ পহেলা বৈশাখ সামনে রেখে বিগত কয়েক দিন যাবত সে ইলিশ বিক্রী হচ্ছে ১২শ থেকে ১৮শত সর্ব্বোচ্চ ২০০০হাজার  টাকার ধরে। যা সাধারণ নিন্ম আয়ের মানুষের নাগালের বাইরে একেবারে। তাই অনেকেই স্বাদ থাকলে ও স্বার্দ নেয় । বাজারে কথা হয় মুসলিম মিয়া নামক এক ক্রেতার সাথে সে  জানায় , ১কেজি ইলিশ যেখানে স্বচরাচর  ৫০০/৭০০ টাকা দরে বিক্রী হত কিন্তু পহেলা নববর্ষের সুযোগকে কাজে লাগিয়ে ইলিশ বিক্রেতারা ২গুন  দাম বেশি নিচ্ছে। মাছ বিক্রেতা রহিম মিয়া জানান, ইলিশ যত হাজার টাকা কেজি হোক মানুষের কাছে টাকার কোন অভাব নেই। কালো টাকার পাহাড় অনেকের কাছেই। যত কষ্ট সাধারণ আয়ের মানুষের। তাদের কথা কেউ চিন্তা করেনা। ইলিশর বাজারে যে আগুন তাতে তারা মাছতো দূরের কথা ইলিশর পানি ও কিনে নিতে পারবেনা।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

April 2017
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আরও পড়ুন