৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

শিল্পী সংসদের আয়োজনে অরূপ রায় অপুর একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ , ১০ এপ্রিল ২০১৭, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের আয়োজনে “হারানো দিনের গান ” শীর্ষক সঙ্গীত শিল্পী অরূপ রায় অপুর একক সঙ্গীত সন্ধ্যা শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী ও শিল্পী সংসদের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ পারুল এর সঙ্গীত পরিচালনায় অরূপ রায় অপু হারানো দিনের ১৫ টি গান পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি , বিটিভি প্রতিনিধি মোহাম্মদ আরজু।
শিল্পী সংসদের সভাপতি আল আমীন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক আলী মোসাদ্দেক মাসুদ,দৈনিক কুরুলিয়ার সম্পাদক ইব্রাহিম খান সাদাত, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোহেল, সাপ্তাহিক অগ্রধাপের সম্পাদক শেখ ফরিদ,ক্রান্তি ব্যান্ডের সভাপতি ইমতিয়াজ খান শ্যামল, সঙ্গীত প্রশিক্ষক পাপিয়া চৌধুরী,বৈশাখী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন,সঙ্গীত শিল্পী সাজ্জাদ হোসেন হেলাল, নতুনমাত্রার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ ইকরামুল হক রুবেল।
স্বাগত বক্তব্য রাখেন শিল্পী সংসদের সাধারণ সম্পাদক আনিছুল হক রিপন। সঙ্গীত শিল্পী জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠানে যন্ত্র সঙ্গীতে ছিলেন বাবুল মালাকার, আবদুর রাহিম, সুদীপ্ত সাহা মিঠু , দেবাশীষ দেবু, অন্তু, সুব্রত সাহা, স¤্রাট হোসেন রবিন।
অনুষ্ঠানে শিল্পীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন হৃদিলা আলম, শ্রাবন্তী রায় , জান্নাতুল নূর সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ আরজু বলেন , ব্রাহ্মণবাড়িয়া শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে ঐতিহ্যবাহী জনপদ। এখানকার অতীত ঐতিহ্যের ধারা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিতভাবে ভ’মিকা রাখতে হবে। তিনি এ ব্যাপারে সংস্কৃতি কর্মীদের নিবেদিতভাবে কাজ করার আহবান জানান। তিনি বলেন , ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদ সকল শিল্পীদের সমন্বিত করে যে সব প্রয়স চালাচ্ছে তা প্রসংশনীয়। তিনি সংগঠনটির সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

April 2017
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আরও পড়ুন