বাঞ্ছারামপুরে স্কুলছাত্রী দিতির জন্য মানববন্ধন করলো হাজারো শিক্ষার্থী
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ , ৮ এপ্রিল ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী হত-দরিদ্র বিষুর মেয়ে ৭ম শ্রেনীর ছাত্রী দিতি রাণীর জন্য মানববন্ধন করলো তার সহপাঠীরা।আজ শনিবার স্কুল ছটির পর বাঞ্ছারামপুরস্থ দড়িকান্দির বখাটে ও মাদকাসক্ত হিসেবে পরিচিত শাকিবের উপযুক্ত শাস্তি,সাধারন মামলার পরিবর্তে মানুষ হত্যার চেষ্টা,ইভটিজিং সহ কঠোর ধারায় মামলা করে বখাটেকে শাস্তির দাবীতে দিতির স্কুল ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীসহ পার্শ্ববর্তী আরো বিভিন্ন স্কুলের ছাত্রীরা এই মানব বন্ধনে অংশ নেয়।তারা তাদের প্রিয় মেধাবী ছাএী দিতির সুস্থ্যতার জন্য দোয়া করে ও বখাটের শাস্তি দাবী করে।
উল্লেখ্য,গত ৩০ মার্চ বৃহস্পতিবার স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে রাস্তায় বখাটে শাকিব তার ব্যবহ্নত মোটরবাইক নিয়ে দিতির ছবি তুলতে গেলে সে আপত্তি জানায়।পরে শাকিব তাকে বাইক দিয়ে গুরুতর আঘাত করে প্রাণনাশের চেষ্টাকরে। পএিকায় সংবাদ প্রকাশের পর পুলিশ তাকে গ্রেফতার করে গত ৬ এপ্রিল জেলহাজতে পাঠিয়েছে।
আপনার মন্তব্য লিখুন