আখাউড়ায় মাদকবিরোধী সমাবেশে স্থানীয় প্রশাসনের কাছে মাদক কারবারী আত্মসর্ম্পণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ , ৮ এপ্রিল ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার আজ শনিবার সীমান্তবর্তী গ্রাম বাউতলায় এবং পৌর শহরের তারাগন গ্রামে পৃথক দুটি মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, এই এলাকায় কেহ যেন মাদক ব্যবসা করতে না পারে এবং কেউ যদি মাদক পাচার করে আর প্রমান পাওয়া যায় তাহলে জনগন কে সাথে নিয়ে তাকে নির্মূল করা হবে । এ সময় বাউতলা গ্রামের পাচঁজন মাদক ব্যবসায়ী জনি,সজীব, এরশাদ, রাসেল ও জাহাঙ্গীর এরা আজ থেকে কোন ধরনের মাদক কারবারে থাকবে বলে সমাবেশ প্রশাসনের কাছে আত্মসর্ম্পণ করেন। এছাড়া তারা আরো প্রতিজ্ঞা করেন এই এলাকায় কেউ মাদকের সাথে জড়িত থাকলে তাকে প্রশাসনের কাছে তাদের ধরিয়ে দেওয়া হবে। মাদকবিরোধী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ শামসূজ্জামান, বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোশারফ হোসেন তরফদার, সভাপতিত্ব করেন মোগড়া ইউপির বর্তমান চেয়ারম্যান হাজী মোঃ মনির উদ্দিন মনির। সভায় অংশ্রগ্রহন করেন অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ।
আপনার মন্তব্য লিখুন