বেসরকারিভাবে সাক্কু বিজয়ী
ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ , ৩০ মার্চ ২০১৭, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ১০৩ ভোটকেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্রে ৬৮ হাজার ৭৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু।
তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৫৮ হাজার ২৬১ ভোট।
বৃহস্পতিবার মনিরুল হক সাক্কুর কন্ট্রোলরুম এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে ১০৩টি ভোটকেন্দ্রের মধ্যে দুটি স্থগিত করেছে নির্বাচন কমিশন।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল ভালো।
তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো নির্বাচনী কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মন্তব্য লিখুন