অগ্নিঝরা মার্চের কিছু কথাঃ
মোবারক হোসেন চৌধুরী নাছির প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ , ২৫ মার্চ ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
অগ্নিঝরা মার্চ মাস ১৯৭১ ইং ১ মার্চ দুপুরে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খাঁন জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষনা করেন। খবর পেয়ে ছাত্র জনতা সহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের হাজারো মানুষ জয় বাংলা স্লোগান দিয়ে প্রতিবাদ মুখর হয়ে রাজ পথে নেমে আসেন। হোটেল পূর্বানীতে তখন চলছিল আওয়ামীলীগের পার্লামেন্টারী পার্টির বৈঠক। সেখানে সংবাদিক জনতার উদ্দ্যেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কঠিক সংগ্রামের জন্য প্রস্তুত হতে হবে। জনতা রাজপথ মুখরিত করে তুলেন স্লোগানে আর মিছিলে।
দৈনিক ট্রাইবুনাল, কসবা প্রতিনিধি, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
আপনার মন্তব্য লিখুন