যতদিন এই বাংলাদেশ থাকবে, ততদিন এই আলাউদ্দিনের চেরাগ জ্বলতেই থাকবে
ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ , ২৪ মার্চ ২০১৭, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপিবলেছেন, ‘শেখ হাসিনা গত অর্থ বছরে বাজেট দিয়েছিলেন তিন লাখ কোটি টাকারও বেশি। এবার দেবেন চার লাখ ২০ হাজার কোটি টাকা। এখন থেকে বাজেটের পরিমাণ বাড়তেই থাকবে। এই আলাউদ্দিনের চেরাগ আর নিভবে না। যতদিন এই বাংলাদেশ থাকবে, ততদিন এই আলাউদ্দিনের চেরাগ জ্বলতেই থাকবে।’আজ বৃহস্পতিবার বিকালে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো: শফিকুল আলম এমএসি ও সদস্যদের দেয়া নাগরিক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। নাগরিক সমাজের আহবায়য়ক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজ মো:ইয়াছিন’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, জেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস মিনারা আলম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমানুল হক সেন্টু ও জেলা পরিষদেরর নবনির্বাচিত সদস্যগণ ও জেলা শ্রমিকলীগের সভাপতি কাউছার আহমেদ, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহানুর ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করেন-ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মিলিত নাগরিক সমাজ। অনুষ্ঠান শেষে সম্মিলিত নাগরিক সমাজের পক্ষ থেকে নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানের হাতে ক্রেষ্ট তুলে ।
আপনার মন্তব্য লিখুন