পওলিনহোর হ্যাটট্রিকে উরুগুয়েকে বিধ্বস্ত করলো ব্রাজিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ , ২৪ মার্চ ২০১৭, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
এমনিতেই ধরাছোঁয়ার বাইরে ছিল নেইমারের ব্রাজিল। লাতিন আমেরিকান অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে ছিল সেলেসাওরা। দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের সঙ্গে ব্যবধান ৪ পয়েন্টের। এবার সেই ব্যবধান ৭ পয়েন্টে নিয়ে গেলো তিতের ব্রাজিল। উরুগুয়ের মাঠে গিয়েই স্বাগতিকদের ৪-১ গোলে বিধ্বস্ত করে এসেছে নেইমারের ব্রাজিল।
মিডফিল্ডার পওলিনহো করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। ১৯, ৫২ এবং ৯২ মিনিটে গোল তিনটি করেন তিনি। বাকি গোলটি এলো তারকা ফুটবলার নেইমারের পা থেকে। অথচ উরুগুয়েকে পেনাল্টি থেকে ৯ মিনিটেই এগিয়ে দিয়েছিলেন এডিনসন কাভানি।
আপনার মন্তব্য লিখুন