আখাউড়ায় ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ , ২০ মার্চ ২০১৭, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মোক্তার মিয়া (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের কুমিল্লা-সিলেট মহাসহকের তন্তর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোক্তার জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
আখাউড়া থানা পুলিশের ধরখার ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকালে সরাইল উপজেলার শাহবাজপুরের একটি ইটভাটা থেকে ইটবোঝাই করে ট্রাকটি কুমিল্লার দেবিদ্বারে যাচ্ছিল।
পথিমধ্যে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের কুমিল্লা-সিলেট মহাসড়কের তন্তর ব্রিজের সামনে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি মহাসড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা শ্রমিক মোক্তার মিয়া ঘটনাস্থালেই মারা যান।
এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
আপনার মন্তব্য লিখুন