সরাইল–অরুয়াইল সড়ক নয় যেন মরণ ফাঁদ।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ , ১১ মার্চ ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
অরুয়াইল সড়কটির কি বেহাল দশাই না যেন।ভুইশ্বর পাকশিমুল পর্যন্ত “সড়ক নয় যেন মরণ ফাঁদ”। ১৫-২০টি গ্রামের যাতায়াতের এক মাত্র সড়কটির যেন আজ প্রাণ নেই। ভুইশ্বর থেকে পাকশিমুল অংশটুকু এতটাই বেহাল যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে।দীর্ঘদিন সড়কটির সংস্কার না হওয়ায় এ অঞ্চলের মানুষ দুর্ভোগে পড়েছে। অনেক ঝুঁকি নিয়ে যানবাহনে চলাচল করতে হচ্ছে। সরেজমিনে দেখাযায় জেলা শহরের যাওয়ার একমাত্র সড়ক টির আজ কি নাজুক দশা।বেশিরভাগ অংশই ঢালাই ভেঙে চৌচিড় হয়ে গেছে ইট বালু বের হয়ে রাস্তা হাওড়ে বিলিন হয়ে গেছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, আর শুষ্ক আবহাওয়ার কারনে ধুলা বালিতে মানুষ একেবারেই অতিস্ট হয়ে উঠেছে। বেশির ভাগ অংশের পিচ উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্কুল, কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে ও চরম ভুগান্তি পোহাতে হচ্ছে। এই অঞ্চল থেকে রোগীদের উপজেলা এবং জেলা শহরে যাতায়াত করতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় অরুয়াইল ইউনিয়নের ঔষধ ব্যবসায়ী রাকেশ দাস বলেন এখন ই রাস্তাটা ঠিক করা দরকার, কিন্তু দেহা যাইব যহন বর্ষা আইব তহন ঠিক করতে আইব। স্থানীয় আরেক পল্লী চিকিৎসক প্রদীপ দাস বলেন, কয়েক দিনের মধ্যে রাস্তা টি সংস্কার করা না হলে আমরা সাধারণ জনগণ আগামী ১৫ই মার্চ সরাইল বিশ্ব রোড মোড়ে মানব বন্ধন করার জন্য একত্রিত হবো। রাস্তাটি সংস্কার না করার প্রতিবাদে এই মানব বন্ধন করা হবে।উল্লেখ্য এর আগেও কয়েক টি গনমাধ্যমে এই রাস্তাটির খবর প্রকাশিত হয় কিন্তু কোন সুফল আসেনি । উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব শের আলম মিয়া বলেন জনসাধারণের কস্টের কথা শিকার করছি, কিন্তু অর্থ বরাদ্ধ না আসলে কিছুই করার নেই।
সামনে বর্ষা আসার আগে রাস্তাটি সংস্কার করা না হলে বিলিন হয়ে যেতে পারে বহু দিনের লালিত সপ্ন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সুত্রে জানাযায় দীর্ঘদিন যাবত অর্থ বরাদ্ধ পাওয়া যাচ্ছে না,জেলা সমন্বয় সভায় অনেক বার জানানো হয় সড়কটির কথা কিন্তু কোন সুফল আসছে না।
আপনার মন্তব্য লিখুন