ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৭০ কেজি গাঁজাসহ আটক এক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ , ২৬ ফেব্রুয়ারি ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশমোড়া এলাকায় অভিযান পরিচালনা করে প্রাইভেটকারসহ ভারতীয় ৭০ কেজি জট গাঁজা এবং গাড়ী চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতের নাম মোঃ ফকরু মিয়া (৩৫)। সে শ্রীমঙ্গল কুলাউড়ার মৃত নুর মিয়ার ছেলে।
বিজিবি জানায়, আজ শনিবার বিকেলে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ বিজয়নগরের আলীনগর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বিজয়নগর থেকে গাঁজাভর্তি প্রাইভেট কার নিয়ে ঢাকায় যাওয়ার সময় বিশেষ অভিযান চালিয়ে সরাইল উপজেলার বৈশমোড়া নামকস্থানে গাড়িটি আটক করে। পরে এতে তল্লাশি চালিয়ে ৭০ কেজি জট গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় মাদক বহনকারী প্রাইভেট কার নং (ঢাকা মেট্রো গ-১৪-০১৮৫) আটক করা হয়েছে। পরবর্তীতে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় এই মাদ্রকদ্রব্যের প্রকৃত মালিক ব্রাহ্মণবাড়িযার বিজয়নগর উপেজলার নওয়াবাদী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মাতু মিয়া (৫০) এবং একই উপজেলার নলঘরিয়া গ্রামের মোঃ সিদ্দিক মিয়ার ছেলে জামাল মিয়ার (৩৬)। এ ব্যাপারে নায়েক শহিদলু ইসলাম বাদী হয়ে সন্ধ্যায় সরাইল থানায় ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেন। আটককৃত আসামীকে সরাইল থানায় সোপর্দ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন