২৩শে মার্চ, ২০২৩ ইং | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

প্রীতি ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া-ব্রাজিল

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ , ২৪ ফেব্রুয়ারি ২০১৭, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

‘শেভ্রোলেট ব্রাজিল গ্লোবাল ট্যুরে’ চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হাইভোল্টেজ এ ম্যাচের আগে স্বাগতিকদের বিপক্ষে এই প্রীতি ম্যাচ খেলবে নেইমাররা। ব্রাজিল ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে।

ভিক্টোরিয়ার পর্যটন মন্ত্রী জানান, আগামী ১৩ জুন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিসি) ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। আর এর চারদিন পর একই মাঠে মেসিদের বিপক্ষে মাঠে নামবে নেইমাররা।

brajil
গত বছরের জুনে দায়িত্ব নেওয়ার পর বিশ্বকাপ বাছাইপর্বে টানা ছয়টি জয়ে দুর্দান্ত সময় পার করছে তিতের শিষ্যরা। ১২ ম্যাচ খেলে ২৭ পয়েন্ট নিয়ে রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে ব্রাজিল। আর এশিয়া অঞ্চলের বাছাই পর্বে নিজেদের গ্রুপের পয়েন্ট টেবিলে ছয় দলের মধ্যে তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিল শেষ মাঠে নেমেছিল ২০১৩ সালের সেপ্টেম্বরে। ঘরের মাঠে হওয়া ওই ম্যাচে ৬-০ গোলে জিতেছিল ব্রাজিল।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  
আরও পড়ুন